মো.বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কেন্দ্রে দিনব্যাপী এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে। ৪ অক্টোবর ২০২০ রবিবার সকাল ৮ টায় থেকে বিকাল ৪ টা পযন্ত মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া সরকারি হাসপাতাল কক্ষে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পরিচালিত ও পরিচালনায় ছিলেন, এস. এম মনিরুজ্জামান পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মোঃ শাহাবুদ্দিন স্বাস্থ্য সহকারী ।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়ষি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওনো হয়েছে। একই সাথে ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবর খাওয়ানোর বিষয়েও পরামর্শ দিয়েছেন। এস. এম মনিরুজ্জামান পরিবার পরিকল্পনা পরিদর্শক।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply