1. sagor630@yahoo.com : admi2017 :
  2. yesnayon@gmail.com : Nayon Howladar : Nayon Howladar
  3. thedeshbangla@gmail.com : Desh Bangla : Desh Bangla
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৮ বার

ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহতের ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই আবারও ময়মনসিংহের সড়কে রক্ত ঝরলো। এবার ভালুকা উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বাসটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে আসলে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয়জন মারা যান।নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও তাদের নামপরিচয় জানাতে পারেননি। মেহেদি হাসান বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 AmaderBarguna.Com